Thursday, September 1, 2016

এই সেই হামজা যে ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন, জানুন কেন?


এই সেই হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাজে বিলিয়ে দেন! আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তার বক্তব্য পরিস্কার ছিল-"আমি কোন পাপ করিনি, গরিবের পেঠ চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যংকে জমা রেখেছিল আমি তা গরিবের পেঠেই পৌঁছালাম, এটি অপরাধ? স্যালুট হামজা তোমায় হাজার স্যালুট ভাই! এই দুনিয়ায় নিজের হক ছিনিয়েই হাসিল করতে হবে!Post By Abu Talha

No comments:

Post a Comment