Saturday, August 20, 2016

চলুন জেনে নিই কিভাবে আপনি ঘরে বসে দুরের কারো কম্পিউটার নিজের কন্ট্রোলে নিতে পারবেন।



ধরুন আপনি মোটামুটি কম্পিউটার মেরামত করতে দক্ষ আপনার কোন বন্ধু অনেক দুরে থাকে এবং তার কম্পিউটারে সমস্যা হলো এবং সে আপনার স্বরনাপন্ন হলো কিন্তু অতোদুরে গিয়া তার কম্পিউটার মেরামত করার সময় আপনার কাছে নেই এবং দুরত্ব বেশি হওয়াতে যেতে চাইছেন না
মজার ব্যাপার হলো এখন থেকে এই সমস্যা কোন সমস্যাই না কারন এখন থেকে আপনি ঘরে বসেই দুরের কারো কম্পিউটার মেরামত করতে পারবেন চলুন জেনে নিই কিভারে ঘরে বসেই দুরের করো কম্পিউটার মেরামত করা যায়?



এই কাজটি করা জন্য একটি সফটওয়ার লাগবে যার নাম teamviewer
প্রথমে আপনি আপনার বন্ধুকে http://www.teamviewer.com এই ওয়েব সাইটে গিয়ে সফটওয়ারটি ডাউনলোড করতে বলুন এবং ইন্সট্রল করতে বলুন 2016 সাল পর্যন্ত teamviewer এর লেটেষ্ট ভার্সন হচ্চে teamviewer-11  আপনিও সফটওয়ারটি ডাউনলোড করে ইন্স্ট্রল করুন ইন্সট্রল করার পরে এটি ব্যবহারকারীকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিবে আপনি আপনার বন্ধুর কাছ থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন এবার আপনি আপনার কম্পিউটার থেকে teamviewer প্রগ্রামটি রান করান




এবং ডানপার্শের কন্ট্রোল রিমোট কম্পিউটার লিখা আছে তার নিচে দেখেন পার্টনার আইডি লিখা একটা ডায়ালগবক্স আছে সেখানে আপনার বন্ধুর দেয়া ইউজার আইডি দিয়ে নিচের রিমোট কন্ট্রোল অপশনে টিক চিহ্ন দিয়ে কানেক্ট পার্টনারে ক্লিক করুন কিছুক্ষণ পরে আরেকটি ডায়ালগ বক্স আসবে এবং সেখানে পাসওয়ার্ড চাইবে এবার আপনি সেখানে আপনার বন্ধুর দেয়া পাসওয়ার্টটি টাইপ করে ওকে ক্লিক করুন সাথে সাথে আপনার বন্ধুর কম্পিউটারে আপনি যে প্রবেশ করতে চাচ্ছেন তা জানিয়ে তার অনুমোতি চেয়ে একটি নটিফিকেশন যাবে এবং সেখান থেকে আপনার বন্ধু যদি ওকে ক্লিক করে দেয় তাহলেই আপনার কম্পিউটারে আপনার বন্ধুর কম্পিউটারের স্ক্রিন শো করবে এবং আপনি তখন আপনার মাউস কি-বোর্ড দিয়ে আপনার বন্ধুর কম্পিউটার ফুল কন্ট্রোল করতে পারবেন


বিঃ দ্রঃ- এই প্রক্রিয়া সম্পন্ন করতে অবশ্যই দুইটা কম্পিউটারেই ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন থাকতে হবে


এভাবে আপনি চাইলে কারো এ্যান্ড্রয়েড ফোনও কন্ট্রোল করতে পারবেন অথবা এ্যান্ড্রয়েড ফোন দিয়েও কারো কম্পিউটার কন্ট্রোল করতে পারবেন তবে যাই হোক লাইক শেয়ার এবং সাব্সক্রাইব করে এক্টিভ থাকলে পরবর্তীতে সে সম্পর্কে পোষ্ট দেব

=======================ধন্যবাদ সবাইকে===================

Post By Abu Talha

No comments:

Post a Comment