Wednesday, August 17, 2016

কিছু মানুষ আছে যাদের কে সাহাজ্য করলে তারা আপনাকে এভাবেই তার প্রতিদান দিবে।

পৃথীবিতে আমরা সবাই একে অন্যের সাহাজ্য ছাড়া চলতে পারি না। কিন্তু কিছু মানুষ আছে যাদের কে সাহাজ্য করলে তারা প্রতিদান তো দেয় ই না বরং পারলে আরো ক্ষতি করে।


ঐসব মানুষগুলা আসলেই কোন সাহাজ্য পাওয়ার উপযোক্ত নয়। আবার এমন ও কিছু মানুষ আছে যাদের কে আপনি যতই দেন বা যতই সাহাজ্য করেন তাদের মন কখনোই ভরে না। তাদের আরো চাই এবং আরো চাই। তারা নিজেরা অন্যদের জন্য কতটুকু করেছে তা তারা কখনোই হিসাব করে না। শুধু নিজেরা কতটুকু পেয়েছে তারই হিসাব কষে বসে েবসে।এই ধরনের মানুষকে কখনোই সাহাজ্য করা উচিৎ না্।

সার্থপর লোকেদের সাহাজ্য করা আর নিজের খেয়ে বনের মোষ তারানো সমান কথা।
Post By Abu Talha

No comments:

Post a Comment