Tuesday, August 23, 2016

আত্মহত্যা করাটা কোনও সমাধান হলো ?


আত্মহত্যা করাটা কোনও সমাধান
হলো ? কিসের জন্য
আত্মহত্যা করবে তুমি ? কার জন্য ?
একজন হীনমন্য মানুষ,
যে তোমাকে আত্মহত্যা করতে বাধ্য
করছে, যে তোমাকে এই সুন্দর পৃথিবীর
সমস্ত ভালবাসার, ভাললাগার মানুষদের
কাছ
থেকে চিরতরে দূরে সরিয়ে দিতে একবা
ভাবছে না - কি দরকার তার তোমার
জীবনে ? সে তো তোমার জীবনের
মূল্যই বোঝে না ! কেন তুমি তার জন্য
তোমার জীবন বিনাশ করে দিচ্ছো ?
কি মনে হয় তুমি চলে গেলে সে ও
তোমার সাথে সাথে চলে যাবে ? ভুল !
দিব্যি সে হাওয়া বাতাস
খেয়ে ঘুরে বেড়াবে ।
তুমি একজনের জন্য
কতজনকে একাকি করে দিচ্ছো জানো ?
কত মানুষ তোমার
পানে চেয়ে আছে সে খবর কি রাখো ?
তুমি ঐ একজনকে ছাড়ো, হাজারজন
তোমার পাশে দাঁড়াবে । তোমার
পানে চেয়ে থাকা ঐসব মানুষদের
কি কোনও অধিকার তোমার উপর নাই ?
সবার অধিকার নষ্ট করার অধিকার
তোমাকে কে দিয়েছে শুনি ? জবাব
আছে তোমার কাছে ?
চুপ করে আছো কেনো ???
তোমার
সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন
আত্মহত্যা করার জন্য ??


Post By Abu Talha

No comments:

Post a Comment