জামালপুরের সরিষিাবাড়ীতে ভেসে আসা হাতিটি আজ মঙ্গলবার সকাল 6টার দিকে মারা যায়। হাতিটি গত সোমবার থেকেই অসুস্থ ছিল।বঙ্গ বাহাদুরের মৃত্যুতে এলাকার লোকজন শোকাহত হন। বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন অধিদপ্তরের পরিদর্শক অসীম মল্লিক হাতিটি মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।বিশেষজ্ঞরা জানান গতকাল দেশের তাপমাত্রা বেশি থাকায় হতিটি (বঙ্গ বাহাদুর) কাদার ভিতর পরে যায়। সন্ধা পর্যন্ত হাতিটিকে 12 টি স্যালাইন দেয়া হয় এবং হাতিটিকে সেরে তুলতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়। হাতিটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল।
এদিকে সকালে বঙ্গ বাহাদুরের পায়ে শিকল পড়াতে গিয়ে একজন হাতি রক্ষনাবেক্ষনকারী গুরুতরভাবে আহত হয়।গত বৃহস্পতিবার হাতিটিকে চেতনা নাশক ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। পরে হতিটির পায়ে শিকল দিয়ে এলাকার একটি আমগাছের সাথে বেধে রাখা হয়।
গত 28 জুন ভারতের আসার রাজ্য থেকে বানের পানিতে হাতিটি (বঙ্গ বাহাদুর) ব্রহ্মপুত্র নদ বেয়ে কুরিগ্রামের রৌমারি সিমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুরার সরিষাকান্দি হয়ে যমুনা নদির পানিতে ভেসে সিরাজগঞ্জ এর কাজীপুর উপজেলার ইউনিয়নের দুর্গম ছিন্নাচরে 11 দিনে অবস্থান করে। পরে 27 জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে এবং সেখানেই অসুস্থ হয়ে হাতিটি মারা যায়।
======================ধন্যবাদ সাবাইকে======================
Post By Abu Talha
No comments:
Post a Comment