Thursday, August 18, 2016

১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি বিদ্যুৎ সম্পর্কে এই তথ্যগুলো জানা নাই।আপনি কেন হাজারে একজন লোক পাওয়া যাবে না যে বিদ্যুৎ সম্পর্কে এই তথ্যগুলো জানে।


কম বেশি আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার করে থাকি কন্তিু কখনো ভেবে দেখেছেন কি যে 
কিভাবে বিদ্যুতের হিসাব করা হয়? কত ওয়টে কত কিলোওয়াট বা কত কিলোওয়াটে 
কত মেগাওয়াট? চলুন আজকে আমরা জেনে নিই বিদ্যুতের যত হিসাব নিকাশ।
আমরা হয়তো খেয়াল করেছি যে বাজার থেকে কোন লাইট বা ইলেক্ট্রনিক্স যন্ত্র
 কিনে আনলে তাতে লিখা থাকে 220V -240V এবং 20W এর মানে কি?
এর মানে হলো লাইটতে যদি 220V থেকে 240V ভোল্টের মানের মধ্যে যে
 কান মানের বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে লাইটটি সর্বোচ্চ আলো দিবে এবং 
এভাবে যদি লাইটটি ১ ঘন্টা জ্বলে তাহলে যে পরিমানে বিদ্যুৎ শক্তি খরচ হবে তার 
পরিমান 20 ওয়াট
 
চলুন যেনে নিই বিদ্যুতের ইউনিট হিসাব
ওয়াটকে স্টান্ডার্ট মান ধরে সাব গুণিতক একক অনুযায়ী বিদ্যুতের ইউনিট হিসাব।
১০-ওয়াট (W) = ১ ডেসিওয়াট (DW)
১০- ওয়াট (W)= ১ সেমিওয়াট (CW)
১০- ওয়াট (W)= ১ মিলিওয়াট (MW)
১০- ওয়াট (W)= ১ মাইক্রোওয়াট (W)
১০- ওয়াট (W)= ১ ন্যানোওয়াট (NW)
১০-১২ ওয়াট (W)= ১ পিকোওয়াট (PW)
১০-১৫ ওয়াট (W)= ১ ফেমটোওয়াট (FW)
১০-১৮ ওয়াট (W)= ১ অ্যাটোওয়াট (AW)
১০-২১ ওয়াট (W)= ১ জেপটোওয়াট (ZW)
১০-২৪ ওয়াট (W)= ১ ইয়োকটোওয়াট (YW)





ওয়াটকে স্টান্ডার্ট মান ধরে গুণিতক একক অনুযায়ী বিদ্যুতের ইউনিট হিসাব।
১০ ওয়াট (W) = ডেকাওয়াট (DW)
১০ ওয়াট (W) = হেক্টওয়াট (HW)
১০ ওয়াট (W) = কিলোওয়াট (KW)
১০ ওয়াট (W) = মেগাওয়াট (MW)
১০ ওয়াট (W) = গিগাওয়াট (GW)
১০১২ ওয়াট (W) = টেরাওয়াট (TW)
১০১৫ ওয়াট (W) =  পেটাওয়াট (PW)
১০১৮ ওয়াট (W) = ইক্সাওয়াট (EW)
১০২১ ওয়াট (W) = জেটাওয়াট (ZW)
১০২৪ ওয়াট (W) = ইয়োটাওয়াট (YW)

মাল্টিপল একক অনুযায়ী বিদ্যুতের ইউনিট হিসাব
১০ ওয়াট (W) = ডেকাওয়াট (DW)
১০ ডেকাওয়াট (DW) = হেক্টওয়াট (HW)
১০ হেক্টওয়াট (HW) = কিলোওয়াট (KW)
১০০০ কিলোওয়াট (KW) = মেগাওয়াট (MW)
১০০০ মেগাওয়াট (MW) = গিগাওয়াট (GW)
১০০০ গিগাওয়াট (GW) = টেরাওয়াট (TW)
১০০০ টেরাওয়াট (TW) = পেটাওয়াট (PW)
১০০০ পেটাওয়াট (PW) = ইক্সাওয়াট (EW)
১০০০ ইক্সাওয়াট (EW) = জেটাওয়াট (ZW)
১০০০ জেটাওয়াট (ZW)= ইয়োটাওয়াট 


====================ধন্যবাদ সবাইকে===========================

Post By Abu Talha

1 comment: